ছদ্মবেশে থেকেও ধরা পড়ছে পলাতকেরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪৫, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ছদ্মবেশে থেকেও ধরা পড়ছে পলাতকেরা

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২২
ছদ্মবেশে থেকেও ধরা পড়ছে পলাতকেরা

বিশেষ প্রতিবেদন: অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে মামলার প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদের সাজা কিংবা যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাঁচতে অনেকে আসামি পলাতক থেকে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর কারণে দণ্ডাদেশ পাওয়া এসব পলাতক আসামিরা এখন আর রেহাই পাচ্ছে না। যে ছদ্মবেশেই থাকুক না কেন, এমনকি ভোটার আইডিতে নাম পরিবর্তন করেও গ্রেফতার এড়াতে পারছে না তারা। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামিদের গ্রেফতারের পর এসব তথ্য জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিভিন্ন ঘটনা অনুসন্ধান করতে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং নানা ধরনের প্রতিবন্ধকতা তো রয়েছেই। ২০০৮ সালের আগে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের বিষয়ে আমাদের ডাটাবেজে কোনও তথ্য নেই। এটির জন্য সরাসরি গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হয়। এছাড়া ঘটনাগুলো ১৫ থেকে ২০ বছর আগের হওয়ায় মানুষের চেহারারও পরিবর্তন হয়। অনেক বিষয় মাথায় রেখেই তদন্তে এগোতে হয়। এ কারণে অপরাধীকে শনাক্ত করতে দীর্ঘ সময় লেগে যায়।
ঘটনার পর অপরাধীরা অন্য এলাকায় চলে যায়। সেখানে গিয়ে দীর্ঘদিন বসবাস করছে। এমনকি সেখানে তারা বিয়েও করছে। আগের পরিচয় গোপন রেখে তারা ওই এলাকায় থেকে যায়। অসাধু কর্মকর্তাদের সহায়তায় জাতীয় পরিচয়পত্র তৈরি করছে তারা। পরিবর্তন করছে নাম-ঠিকানা। যোগাযোগ রাখছে না পরিবারের সদস্যদের সঙ্গেও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।