ডেস্ক নিউজ: তামিম ইকবালের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে চাউর হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়েই সেই অধ্যায় শেষ হয়ে গেছে। আসন্ন বিশ্বকাপে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এমন কোনও ঘোষণা এখনও দেয়নি।
বৃহস্পতিবার একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগে নাফিসকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের অভ্যন্তর সূত্রের খবরও তেমনই। নাফিসের বদলে ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রাবিদ ইমাম। তিনি আগামী ত্রিদেশীয় সিরিজসহ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।