পুরোনো ফোন বেশি দামে বিক্রির কৌশল
৩০ সেপ্টে ২০২২, ০২:৫০ অপরাহ্ণ

নতুন স্মর্টফোনের মডেল আসতেই অনেকেই আগের ফোনটি বিক্রি করে দেন, কেউ আবার অনলাইনে বিক্রি করেন অথবা বিভিন্ন ই-কমার্স সাইটে। তবে সবসময় ভালো দামে পুরাতন ফোন বিক্রি করা যায় না। তাই পুরোনো ফোন বিক্রি করে ভালো দাম পেতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন ।
জেনে নিন উপায়গুলো-
ফোনের ডিসপ্লে ফাটা থাকলে কেউ ভালো দাম দিতে চায় না। তাই ৫০০ টাকা খরচ করে ফোনের লুক চেঞ্জ করে ফেলতে পারেন।
একাধিক ওয়েবসাইট থেকে ফোনের অবস্থা ও দাম জেনে নিন। বারবার ফোনের দাম পরিবর্তন করবেন না।
ফোনকে সব সময় কভার পরিয়ে রাখুন। স্ক্র্যাচ (দাগ) থাকলে বিক্রির সময় দাম অনেকটাই কমে যায়। তাই ফোন যত্ন নিয়ে ব্যবহার করবেন।
নিয়মিত ফোন পরিষ্কার রাখুন। ফোনে ময়লা জমলে ফোন দেখতে বেশি পুরাতন মনে হয়।
খেয়াল রাখবেন কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনের ছবি ডাউনলোড না করে নিজের ফোনের ছবি তুলে সেই ছবি বিজ্ঞাপনে ব্যবহার করুন। এতে ক্রেতার ভরসা অর্জন করা যায়।
অনলাইনে বিক্রির জন্য ফোনে একটি ভালো ছবি তুলে রাখুন। ফোনের প্রতি ক্রেতার আকর্ষন নিয়ে আসতে একটি ভালো ছবি অবশ্যই প্রয়োজনীয়।
ফোনের সুরক্ষার জন্য নতুন কভার, ডিসপ্লের উপরে টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিন, সঙ্গে চার্জার, হেডফোনও দিতে পারেন। সঙ্গে ফোনের বক্সও দিতে পারেন ক্রেতাকে। এতে পুরোনো ফোনের দাম একটু বেশিই পাবেন।
অনলাইনে বিভিন্ন পুরোনো জিনিস কেনাবেচার গ্রুপগুলোতে বিনামূল্যে ফোন বিক্রির বিজ্ঞাপন পোস্ট করতে পারেন।