নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে কল্যাণ পার্টির ঐকমত্য - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:০২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে কল্যাণ পার্টির ঐকমত্য

banglanewsus.com
প্রকাশিত অক্টোবর ২, ২০২২
নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপির  সঙ্গে কল্যাণ পার্টির ঐকমত্য

ডেস্ক নিউজ: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ‘যুগপৎ’ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে কল্যাণ পার্টি। রবিবার (২ অক্টোবর) বিকালে কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘এই আলোচনায় আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা লক্ষ্যে আমরা যে কয়েকটি প্রধান বিষয় নিয়ে আন্দোলন শুরু করবো, অর্থাৎ যে দাবিগুলো নিয়ে আন্দোলন শুরু করবো, সেই দাবিগুলোর বিষয়ে আমরা একমত হয়েছি।’
তিনি উল্লেখ করেন, এরমধ্যে প্রধান দাবি দুই- একটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছি। আমরা এই সরকারের পদত্যাগের ব্যাপারে একমত হয়েছি। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছি। একই সঙ্গে আমরা গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, তিনিসহ সব নেতাকর্মীর মুক্তি এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহারের বিষয়েও একমত হয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।