ডেস্ক নিউজ: বাংলাদেশের শীর্ষ মডেল আইকনদের একজন শম্পা রেজা। যিনি একাধারে কণ্ঠশিল্পী-অভিনেত্রীও বটে। চার বছর বয়স থেকে গান আর ১৪ বছর থেকে অভিনয়। মাঝে পড়াশোনা করেছেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ছয় দশকের বর্ণিল জীবন পেরিয়ে এখনও তার কণ্ঠ, ব্যক্তিত্ব আর অভিনয়শৈলী দাগ কাটে মানসপটে।
তারই সর্বশেষ নজির ঘটলো কয়েক ঘণ্টা আগে, সোশাল হ্যান্ডেলে। একেবারে চোখ-ধাঁধানো গেটআপে হাজির হলেন এই তারকা। যেখানে তিনি সাদা খোলা চুলে হাজির হয়েছেন ওয়েস্টার্ন লুকে। গায়ে জড়িয়েছেন জিন্সের ডাঙ্গেরি আর জামদানি কাপড়ে তৈরি জ্যাকেটে। সিক্স ইয়ার্ডস স্টোরির আয়োজনে বিশেষ এই ফটোশুটের ছবি প্রকাশের পর ১৯ ঘণ্টায় আট শতাধিক শেয়ার হয়েছে অ্যালবামটি। মন্তব্য পড়েছে চার শতাধিক। ছবিগুলো দেখে নেটিজেনরা যেন আনন্দ আর বিস্ময়ে ভাসছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।