ডেস্ক নিউজ: চিনির নতুন দর নির্ধারণে উৎপাদনকারীরা সরকারকে চিঠি দিয়েছে। এর আগে সরকার চিনির যে দর নির্ধারণ করে দিয়েছে, তা তারা মানছেন না। চিনি উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নতুন করে দাম নির্ধারণের আবেদন জানিয়েছে। তারা বলছে, সরকার যে দর নির্ধারণ করেছে, সেই দামে চিনি বিক্রি করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। চিঠির অনুলিপি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকেও (বিটিটিসি) দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দেওয়া আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।