শাকিব-বুবলীর বিয়ে হয় ২০ জুলাই ২০১৮

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৩ অক্টো ২০২২, ০১:১৮ অপরাহ্ণ


শাকিব-বুবলীর বিয়ে হয় ২০ জুলাই ২০১৮

ডেস্ক নিউজ: পুরোটাই ঘটিয়ে দেখালেন ঢালিউড জুটি শাকিব খান ও শবনম বুবলী। তাদের প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। কিন্তু দু’জনেই এড়িয়ে গেছেন, আড়াল করেছেন অফস্ক্রিনের রসায়ন। অথচ পর্দার পেছনে বাস্তব জীবনে তারা প্রেম, বিয়ে সেরে সন্তানের জনকও হয়ে গেছেন। বিষয়টি প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। সেদিন ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী জানান, তিনি মা হয়েছেন। আর এই সন্তানের পিতা শাকিব খান। শাকিব নিজেও একই ছবি পোস্ট করে সত্যতায় সিলমোহর দেন।এরপর থেকে কানাঘুষা চলছে, ছেলের খবর দিলেও বিয়ে নিয়ে কেন চুপ শাকিব-বুবলী। সেই নীরবতাও ভাঙলেন নায়িকা। সোমবার (৩ অক্টোবর) জানালেন তাদের শুভকাজের সাল-তারিখ। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।