প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার ক্যাম্পেইন বাড়ল আরও ৩ দিন

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৩ অক্টো ২০২২, ০১:২৬ অপরাহ্ণ


প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার ক্যাম্পেইন বাড়ল আরও ৩ দিন

ডেস্ক নিউজ: করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ ক্যাম্পেইনের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
তিনি বলেন, বিশেষ এই ক্যাম্পেইন আজ শেষ হওয়ার কথা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আরও তিন দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর বাদ পড়া ব্যক্তিরা নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। গত ছয় দিনে ১ কোটিরও বেশি মানুষ প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ২ হাজার ৪৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৪ হাজার ৬৩৮ জনকে। বাকিগুলো দেওয়া হয়েছে বুস্টার ডোজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।