তুরস্কে পণ্য রফতানিতে শুল্ক হ্রাসের আহ্বান ঢাকা চেম্বারের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৫২, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

তুরস্কে পণ্য রফতানিতে শুল্ক হ্রাসের আহ্বান ঢাকা চেম্বারের

banglanewsus.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২২
তুরস্কে পণ্য রফতানিতে শুল্ক হ্রাসের আহ্বান ঢাকা চেম্বারের

ডেস্ক নিউজ: তুরস্কে বাংলাদেশের পণ্য রফতানিতে দেশটিকে শুল্ক হ্রাস করার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মেহমুদ মুস-এর সঙ্গে বৈঠকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি রিজওয়ান রাহমান এই আহ্বান জানান।
রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্য ৯০০ মিলিয়ন ডলারের হলেও, তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কর ও শুল্ক প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন ডলারের উন্নীত করা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।