ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা কানাডার
০৫ অক্টো ২০২২, ০৩:১০ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। সোমবার কানাডা সরকারের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কানাডা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে নারীদের প্রতি পদ্ধতিগত নিপীড়ন এবং বিশেষ করে কথিত ‘নৈতিকতা পুলিশ’ কর্তৃক সংঘটিত জঘন্য কর্মকাণ্ডের মতো বিষয়গুলো রয়েছে। এই নৈতিকতা পুলিশের হাত আটকের পরই কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যু হয়।