ডেস্ক নিউজ: ঈশ্বরদী ইপিজেড-এ বিনিয়োগ করবে চীনা কোম্পানি। তৈরি পোশাক খাতের বিভিন্ন সরঞ্জাম তৈরি করবে কারখানাটি। এই কারখানা স্থাপনে ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে চীন-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিটি এ জন্য ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা ১৪৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ৯৫ টাকা) বিনিয়োগ করবে। জিংকিউ গ্লোবাল বছরে ২৫ কোটি মিটার ও ২০ লাখ কোন বিভিন্ন ধরনের পোশাক সরঞ্জাম উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ৯৮১ জন বাংলাদেশির।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দফতরে একটি চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।