ব্রিটেনজুড়ে ব্ল্যাকআউট আতঙ্ক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:২০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রিটেনজুড়ে ব্ল্যাকআউট আতঙ্ক

newsup
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২
ব্রিটেনজুড়ে ব্ল্যাকআউট আতঙ্ক

লন্ডন প্রতিনিধি: আসছে শীতে ব্রিটেন ব্ল্যাকআউটের কবলে পড়তে পারে বলে শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে জনসাধারণ যেন শীতের সময়টায় তাদের গৃহস্থালী গ্যাস-বিদ্যুতের ব্যবহার কম ক‌রেন, সেজন্য একটি পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন চালুর বিষয়ে মন্ত্রীরা আলোচনা করছেন বলে ‌জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বি‌বি‌সি।

বাণিজ্য বিভাগ, জ্বালানি কোম্পানি এবং নেটওয়ার্ক অপারেটর ন্যাশনাল গ্রিডের মধ্যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে পরিবারগুলো তাদের থার্মোস্ট্যাটগুলো বন্ধ করে দিতে এবং রাতের বেলা ও মাঝে মাঝে গ্যাস বিদ্যুতের চাহিদা কম থাকে সেসময় ডিশওয়াশার-ওয়াশিং মেশিন ব্যবহার করতে উৎসাহিত করা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।