বিশেষ প্রতিনিধি ::: নিউজারসি রাজ্যের কমিউনিটির জনপ্রিয় ক্রীড়া, সাংস্কৃতিক ও সামিজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টি আটলানটিক সিটিতে টি-সিক্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ আয়োজন করেছে । আগামী ১৮ অক্টোবর মংগলবার দুপুর ১২ টা থেকে ৫০২ নর্থ এনাপলিস (আটলানটিক সিটি) মাঠে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে । বাংলাদেশী তরুণ প্রজন্মদের অংশগ্রহণে এতে শহরের বিভিন্ন প্রান্তে থাকা কমিউনিটির সকলকে উপস্থিত থেকে অংশগ্রহণের আহবান জনিয়েছেন সংগঠনের সভাপতি শহীদ খান, সাধারন সম্পাদক সোহেল আহমেদ । তারা এক বিবৃতিতে বলেন, খেলাধুলা দেহ ও মনকে প্রফুল্ল রাখে । তরুণপ্রজন্মকে যদি খেলাধুলায় ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করা যায় তাহলে কমিউনিটির জন্য ভালো । এতে করে নতুন নেতৃত্ব ও বাংলাদেশী কালচার চর্চা হবে । আমাদের কমিউনিটির দক্ষ সেবক তৈরি হবে ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।