ইন্টারন্যাশনাল ডেস্ক: ফের নির্বাচনে অংশ নিচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন ৯৭ বছরের এই প্রবীণ রাজনীতিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির নিজেই এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।
মাহাথির বলেন, তার দল থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে কে অংশ নেবেন সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেননা, এটি তখনই প্রাসঙ্গিক হবে যদি পার্লামেন্ট নির্বাচনে দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।