নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৫১, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

newsup
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২২ জন। আহত হয়েছে অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে গত সপ্তাহে ব্যাপক বৃষ্টিপাতের পর এই বন্যা দেখা দেয়। সেখানে তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলটির হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলোতে পৌঁছাতে অসুবিধার কথা জানিয়েছে উদ্ধারকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।