ডেস্ক নিউজ: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারের সংরক্ষিত পুকুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পর্যটকদের জন্য ছাড়া হয়েছে তিনটি কুমির। যা সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের বাড়তি আনন্দের খোরাক যোগাচ্ছে। সেই সঙ্গে ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছাতেই বানর ও হরিণের অভ্যর্থনা এবং ফুট ট্রেইলে হেঁটে সুন্দরবনের সৌন্দর্য উপভোগের সুযোগ তো আছেই।
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা উঠে যায় গত ১ সেপ্টেম্বর। এরপর থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ভ্রমণে আসতে শুরু করেছেন পর্যটকরা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন ভ্রমণের সুযোগ থাকলেও মৎস্য প্রজনন মৌসুমের কারণে পুনরায় তিন মাস বন্ধ থাকায় বর্তমানে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার নতুন রূপে ধরা দিচ্ছে পর্যটকদের কাছে।
এ দীর্ঘ সময়ে বদলেছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারের চিরচেনা রূপ। কাঠের ফুট ট্রেইলের বদলে কংক্রিটের ট্রেইল, পুকুরটির চারপাশে ওয়াক ওয়েসহ প্রাচীর আর ওয়াচ টাওয়ার তো আছেই।
কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারে বেড়াতে আসা তরুণী অদ্রি বলেন, বন্ধ থাকার কারণে অনেক দিন সুন্দরবনে আসা হয়নি। এবার এসে অনেক কিছু নতুন দেখলাম। বিশেষ করে এখানে কুমির দেখার সুযোগ ছিল না। এবার এসে কুমির দেখে অবাক হয়েছি।
ফাহাদ হোসেন বলেন, সুন্দরবন আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম। তবে এবার এলাম অনেক দিন পর। এবার এসে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারকে নতুন নতুন লাগছে। দীর্ঘদিন বন্ধ থাকায় এখানকার প্রকৃতি সেজেছে নতুন রূপে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।