রানির স্মরণসভায় যাওয়া ইমামের অপসারণ চায় একদল ব্রিটিশ-বাংলাদেশি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৬, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রানির স্মরণসভায় যাওয়া ইমামের অপসারণ চায় একদল ব্রিটিশ-বাংলাদেশি

newsup
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
রানির স্মরণসভায় যাওয়া ইমামের অপসারণ চায় একদল ব্রিটিশ-বাংলাদেশি

লন্ডন অফিস: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণ অনুষ্ঠানে অংশ নেওয়ায় পূর্ব লন্ডনের একটি মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদকে দায়িত্ব থেকে অপসারণের দাবি তুলেছেন একদল ব্রিটিশ-বাংলাদেশি মুসলমান। ইস্ট লন্ডন মসজিদের ভেতরে শনিবার মাগরিবের নামাজের পর তারা ইমামের বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন।
মোহাম্মদ মাহমুদকে অপসারণের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারাভিযানও চালানো হচ্ছে, যেখানে এক হাজারের বেশি মানুষ সই করেছেন। সম্প্রতি রিজেন্ট পার্কে লন্ডনের সেন্ট্রাল মসজিদে ওই স্মরণসভার আয়োজন করা হয়। রানি এলিজাবেথের প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে তিনশর বেশি মুসলমান হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।