রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৫৭, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

newsup
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে সিএনএন বাইডেনকে জিজ্ঞাসা করে যে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য সীমা রেখা কী এবং পুতিন যদি ইউক্রেনের একটি পারমাণবিক প্ল্যান্ট বোমা ফেলে তাহলে ওয়াশিংটন কী করবে?
ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এতে শর্ত থাকবে। যদি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের আলোচনা করতে চান পুতিন তাহলে বসা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।