ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চিঠি পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাঠানো এই চিঠিতে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের আগে উত্তর কোরিয়ার নেতাকে এই চিঠি পাঠিয়েছেন শি জিনপিং। এতে তিনি বলেছেন, দ্বিপাক্ষিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।