ডেস্ক নিউজ: কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নানামুখী গুঞ্জনের যেন শেষই হচ্ছে না। দল-বদল নিয়ে যেমনটা ভাবা হয়েছিল; শেষটা হলো ঠিক উল্টো। নতুন করে আবারও পিএসজি তারকার ভবিষ্যৎ নিয়ে শোনা গেলো, আগামী জানুয়ারিতেই নাকি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে যাচ্ছেন তিনি! এমন গুঞ্জনে বিস্মিত হয়েছেন এমবাপ্পে।
মার্শেইর বিপক্ষে লিগ ওয়ানে ১-০ গোলে জয়ের পর এমবাপ্পে পরিষ্কার করেন সব কিছু, ‘আমি এখানে অনেক সুখে আছি। কখনো বলিনি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাবো। শোনা গেছে, যেসব প্রতিশ্রুতি এমবাপ্পেকে দেওয়া হয়েছিল তার কিছুই নাকি রাখা হয়নি। ফরাসি স্ট্রাইকার ক্লাবটির প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছেন। তাই ক্লাব ছেড়ে যেতে তড়িঘড়ি করছেন। কিন্তু এমবাপ্পের বিস্ময় ঠিক এই খানে, ‘চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের দিন এমন খবর ছড়ায়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।