ডিজিটাল অপরাধ মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০৬, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ডিজিটাল অপরাধ মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে

newsup
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
ডিজিটাল অপরাধ মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে

ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ যত বেশি ডিজিটাল হবে, ডিজিটাল অপরাধ তত বাড়বে। ডিজিটাল অপরাধ ডিজিটাল প্রযুক্তি দিয়ে মোকাবিলা করার পাশাপাশি ডিজিটাল যন্ত্র ব্যবহারকারীদেরও ডিজিটাল অপরাধ মোকাবিলার প্রস্ততি থাকতে হবে। ডিজিটাল অপরাধ মোকাবেলায় প্যারেন্টাইল গাইডলাইন অনুসরণ ও প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা এবং প্রাথমিক স্তরের ডিজিটাল নিরাপত্তা বিষয় পাঠ্য হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ সকালে ঢাকায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মিলনায়তনে বিটিআরসি ও সাইবার ক্রাইম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সাইবার সুরক্ষা কী, কেন এবং কীভাবে’ শীর্ষক দিনব্যাপী যুব কর্মশালা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।