ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে কতদিন টিকতে পারবেন লিজ ট্রাস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৫১, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে কতদিন টিকতে পারবেন লিজ ট্রাস

newsup
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে কতদিন  টিকতে পারবেন লিজ ট্রাস

লন্ডন প্রতিনিধি: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর দেড় মাস না পেরোতেই মসনদ হারানোর শঙ্কায় পড়েছেন লিজ ট্রাস। শতাধিক ব্রিটিশ আইনপ্রণেতা চলতি সপ্তাহে লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় নামছেন বলে খবর বের হয়েছে। আর এর মধ্যেই প্রশ্ন উঠেছে- ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ঠিক কতদিন আর টিকে থাকতে পারবেন লিজ ট্রাস?
সোমবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কিছু এমপি বর্তমান পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি বোধ করছেন। এছাড়া দেশের বাজারে কয়েক সপ্তাহের অশান্তি এবং রাজনৈতিক বিশৃঙ্খলার পর অনেকের মেজাজও বেশ খারাপ।
ব্রিটেনের একজন মন্ত্রী বেশ অযাচিতভাবেই বলছেন, লিজ ট্রাসের ওপর আস্থা রাখা এই মন্ত্রী স্বীকার করছেন, সাধারণ নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক, তাদের দল আসন হারাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।