উত্তর আমেরিকার দেশমেক্সিকোতে বারে বন্দুক হামলা, ৬ নারীসহ নিহত ১২ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩০, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

উত্তর আমেরিকার দেশমেক্সিকোতে বারে বন্দুক হামলা, ৬ নারীসহ নিহত ১২

newsup
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
উত্তর আমেরিকার দেশমেক্সিকোতে বারে  বন্দুক হামলা, ৬ নারীসহ নিহত ১২

যুক্তরাষ্ট্র অফিস: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বারের মধ্যে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতদের মধ্যে ছয়জনই নারী। স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মধ্য মেক্সিকান শহর ইরাপুয়াতোর একটি বারে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে গুয়ানাজুয়াতো প্রদেশে দ্বিতীয়বার এই ধরনের গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাপুয়াতোর দক্ষিণে অবস্থিত ওই বারে হওয়া হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে। এতে আরও বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।