কাতারে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির অফিস উদ্বোধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১৪, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কাতারে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির অফিস উদ্বোধন

newsup
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২
কাতারে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির অফিস উদ্বোধন

ডেস্ক নিউজ: কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ও প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশটির বাংলাদেশিদের মালিকাধীন প্রতিষ্ঠান ‘পিরামিড ওয়ান লিমুজিন’ কোম্পানির অফিস উদ্বোধন করা হয়েছে। আজ সকালে কাতারের রাজধানী দোহা নাজমায় এই অফিসের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন কাতারের স্পন্সর শেখ খালিদ ফাহাদ এ এ আল থানি ও প্রতিষ্ঠানটির বাংলাদেশি স্বত্বাধিকারী কাতার প্রবাসী ব্যবসায়ী কাজী মোহাম্মদ মহিউদ্দিন।
কাতারের নাগরিক শেখ খালিদ ফাহাদ এ এ আল থানি বলেন, বাংলাদেশিরা আধুনিক কাতার বিনির্মাণে বড় অবদান রেখেছেন, তাদের অবদান আমরা সম্মানের সঙ্গে দেখি। বাংলাদেশিরা অত্যন্ত ভালোমনের মানুষ। আমার কোম্পানিতে অধিকাংশ কর্মী বাংলাদেশি। কাতারে বাংলাদেশিরা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাইলে আমি তাদের সবরকম সহযোগিতা করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।