সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রকাশনা ‘হৃদয়ে রক্তক্ষরণ’ র মোড়ক উন্মোচন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:০৩, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রকাশনা ‘হৃদয়ে রক্তক্ষরণ’ র মোড়ক উন্মোচন

newsup
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২
সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রকাশনা ‘হৃদয়ে রক্তক্ষরণ’ র মোড়ক উন্মোচন

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের বিশেষ প্রকাশনা ‘হৃদয়ে রক্তক্ষরণ’ এর মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে ।

রবিবার (১৬ অক্টোবর) পূর্ব লন্ডনের মাইক্রবিজনেস পার্কে সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বাধিন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের স্রেস্ট বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ম্যগাজিন ‘হৃদয়ে রক্তক্ষরণ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি সাবেক মেয়র সেলিম উল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান ও ডক্টর আনিছুর রহমান আনিছের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং মুল্যবান বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনে অনারারী সভাপতি মিঃ হিউ বারন্স।

সভায় বক্তারা বলেন, একক মুজিবের নেতৃতে এবং ডাকেই স্বাধিন বাংলাদেশের সৃষ্টি। মুজিব ছিলেন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাঙ্গালীর স্বাধিকার আদায়ের সর্বজন স্বীকৃত একক নেতা।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তিলাওয়াত করেন গোলাম হুসেন আবাব।

পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার এবং সকল শহিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইকবাল হুসেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরজাহান মুক্তা, একুশে পদক প্রাপ্ত লেখক নাজমুন নাহার পিয়ারি, সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরি, ব্যারিস্টার জাহেদ উদ্দিন, জামাল খান, ব্যারিস্টার এনাম হুসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সয়েদ এনাম, ইউ কে জাসদের ট্রেজারার রেদয়ান খান, বেথনাল্গ্রিন এন্ড ব লেবার দলের সহ সভাপতি হামিদা ইদ্রিস, ইসট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, লন্ডন যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, নিমাই মিয়া, সয়েদ জামান নাসের, আব্দুস সাত্তার, নাজনীন শিখা, বঙ্গবন্ধু লেখক ফোরামের শাহ বেলাল, শাহাব আহমেদ বাচ্চু, আব্রাব হুসেন বাচ্চু সহ আরও অনেকে।

শেষ পর্বে হাই কমিশনার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের বিশেষ প্রকাশনা ‘হৃদয়ে রক্তক্ষরণ’ এর মোড়ক উন্মোচন করেন।
প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।