সিলেটের বাতিঘরে ত্রৈমাসিক শব্দকথা’র শারদ সংখ্যার পাঠ উন্মোচন – BANGLANEWSUS.COM
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সিলেটের বাতিঘরে ত্রৈমাসিক শব্দকথা’র শারদ সংখ্যার পাঠ উন্মোচন

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
সিলেটের বাতিঘরে ত্রৈমাসিক শব্দকথা’র শারদ সংখ্যার পাঠ উন্মোচন

সিলেট প্রতিনিধিঃ- সিলেটের ঐতিহ্যবাহী লাইব্রেরি ‘বাতিঘরে’ (২২ অক্টোবর) শনিবার সন্ধ্যায় কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও শব্দকথা’র সহ-সম্পাদক কবি রাজেশ কান্তি দাসের উদ্যােগে শিল্প-সাহিত্য-সংস্কৃতির ছোট কাগজ ত্রৈমাসিক ‘শব্দকথা’র শারদ সংখ্যার পাঠ উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কবি সুমন বনিক, কবি হিমাংশু রঞ্জন দাস, প্রাজ্ঞ আইনজীবী-প্রাবন্ধিক-উদ্যোক্তা-সংগঠক মোঃ মনির উদ্দিন, শিক্ষানুরাগী কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক পান্ডব চন্দ্র মজুমদার, হাওর বিশেষজ্ঞ-কলাম লেখক মোঃ আজিজুর রহমান, কবিও আবৃত্তিশিল্পী শ্রাবনী দাস বীথি প্রমুখ।
পাঠ উন্মোচনে লেখকগণ বলেন, “সাহিত্যের একটি শক্তিশালী আন্দোলনের মাধ্যম লিটলম্যাগ। নতুন লেখক তৈরিতে ছোট কাগজের ভূমিকা অসীম। এই কাজে শব্দকথা পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।