সাংবাদিক হাবিব রহমানের লেখা ভ্রমণ কাহিনী ‘ঘুরে দেখা ইউরোপ’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৯, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাংবাদিক হাবিব রহমানের লেখা ভ্রমণ কাহিনী ‘ঘুরে দেখা ইউরোপ’

newsup
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
সাংবাদিক হাবিব রহমানের লেখা ভ্রমণ কাহিনী ‘ঘুরে দেখা ইউরোপ’

বিশিষ্ট সাংবাদিক হাবিব রহমানের ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘ঘুরে দেখা ইউরোপ’ এখন বাজারে। তিনি ইতিমধ্যে বিশ্বের শতাধিক দেশ ভ্রমণ করেছেন। চষে বেড়িয়েছেন এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার বহুদেশ। পর্যটনের নেশা তাকে দীর্ঘদিন ঘরে থিতু হয়ে বসতে দেয়নি। তিনি ছুটে চলেছেন একদেশ থেকে আরেক দেশে। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে।

‘ঘুরে দেখা ইউরোপ’র এই পর্বে সাংবাদিক-লেখক হাবিব রহমান নেদারল্যান্ডস, গ্রীস, তুরস্ক, জার্মানি, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনলান্ড, রাশিয়া, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, বৃটেন, পর্তুগাল এবং স্পেনের বিভিন্ন দর্শনীয় স্থানের বিবরণ তুলে ধরেছেন। যদিও প্রতিটি বিবরণ সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক তথ্যে ভরপুর। যারা দেশগুলো ভ্রমণে আগ্রহী

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।