শস্য রপ্তানি চুক্তি : রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় উদ্বেগে তুরস্ক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২২, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শস্য রপ্তানি চুক্তি : রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় উদ্বেগে তুরস্ক

newsup
প্রকাশিত নভেম্বর ১, ২০২২
শস্য রপ্তানি চুক্তি : রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় উদ্বেগে তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্যবাহী জাহাজ নিরাপদে চলাচলের যে প্রতিশ্রুতি থেকে রাশিয়া দিয়েছিল, তা থেকে দেশটি সরে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এ সংক্রান্ত চুক্তির অন্যতম অংশীদার দেশ তুরস্ক।
সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হালুসি আকার এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার সরে আসার সিদ্ধান্ত উদ্বেগজনক। কারণ এটা এমন এক পদক্ষেপ, যার ফলে কেউই লাভবান হবে না।’
রাশিয়াকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে টেলিফোনে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়া ও ইউক্রেন— উভয়ই বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যশস্য ও ভোজ্যতেল রপ্তানিকারী দেশ। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর দেশটির বিভিন্ন গুদামে আটকা পড়ে আড়াই কোটি টনেরও বেশি গম-ভুট্টা ও সূর্যমুখী তেলের তেলবীজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।