কানাডা প্রতিনিধি: কৃষ্ণসাগরের সেভাস্তোপোল বন্দরে নোঙর করে আছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ। এখানেই গত শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ
কৃষ্ণসাগরের সেভাস্তোপোল বন্দরে নোঙর করে আছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ। এখানেই গত শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষফাইল ছবি: রয়টার্স
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলায় ব্যবহৃত ড্রোনগুলোয় কানাডার তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই যন্ত্রাংশগুলো দিকনির্দেশনা (নেভিগেশন) ঠিক করার কাজে ব্যবহার করা হয়।
সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপসংলগ্ন কৃষ্ণসাগরে গত শনিবার রুশ নৌবহরে হামলা চালায় ইউক্রেনের ১৬টি ড্রোন। তবে ইউক্রেনের ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানায় মস্কো।
বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংস করা ইউক্রেনের ড্রোনগুলোয় কানাডার নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। সেগুলো খতিয়ে দেখেছেন রাশিয়ার সেনাবাহিনীর বিশেষজ্ঞরা। নেভিগেশন ব্যবস্থায় সংরক্ষিত তথ্য থেকে জানা গেছে, ড্রোনগুলো ওদেসা শহরের কাছাকাছি উপকূল থেকে পাঠানো হয়েছিল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।