বিনোদন ডেস্কঃ তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের প্রতিটি চরিত্র দর্শকমহলে বেশ পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়েও বেশ ভালো সাড়া পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস ফুটবল’।
আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের সেই উন্মাদনার মধ্যেই প্রকাশ্যে আসছে ‘ব্যাচেলরস ফুটবল’। আগামী ২১ নভেম্বর রাতে অন্তর্জালে অবমুক্ত করা হবে নাটকটি। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
নতুন এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি একটি গণমাধ্যমকে জানান, ফুটবল বিশ্বকাপ এলেই ব্যাচেলর বাসায় নানান উন্মাদনা দেখা যায়। এই নাটকে তারই কিছু অংশ তুলে ধরা হবে। এতে ফান, কমেডি সবই থাকবে।
এর আগে, নাটকের একটি দৃশ্যের স্থিরচিত্র প্রকাশ করেছিলেন কাজল আরেফিন অমি। সেখানে দেখা যায়, অভিনয়শিল্পীদের ব্রাজিল ও আর্জেন্টিনা- দুটি দলে বিভক্ত করা হয়েছে। ব্রাজিল দলের নেতৃত্বে রয়েছেন জিয়াউল হক পলাশ। অন্যদিকে আর্জেন্টিনা দলের কাণ্ডারি মিশু সাব্বির। নাটকে এই দুই দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ দেখা যাবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।