বিশ্বকাপের আগে কানাডাকে স্বস্তি দিল বায়ার্ন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১৩, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিশ্বকাপের আগে কানাডাকে স্বস্তি দিল বায়ার্ন

newsup
প্রকাশিত নভেম্বর ১২, ২০২২
বিশ্বকাপের আগে কানাডাকে স্বস্তি দিল বায়ার্ন

কানাডা প্রতিনিধি: তাঁর জন্ম ঘানার শরণার্থীশিবিরে। খেলেন কানাডা জাতীয় ফুটবল দলে। এতটুকু বললেই নামটা বুঝে নেওয়ার কথা। আলফনসো ডেভিস! বায়ার্ন মিউনিখের ২২ বছর বয়সী এই উইঙ্গার চোটে পড়ায় তাঁর কাতার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

স্বস্তির খবরটা জানিয়েছে বায়ার্ন। কাতার বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলার।

জার্মান বুন্দেসলিগায় শনিবার রাতে হার্থা বার্লিনের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলেও ডেভিসের চোট দুশ্চিন্তায় ফেলেছিল বাভারিয়ানদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিংয়ে টান লাগে ডেভিসের। ৬৪ মিনিটে ফিজিওদের সহায়তায় মাঠ ছাড়েন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।