ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন আলোচনা প্রত্যাখ্যান করছে। এর ফলে একটি সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কিয়েভ আলোচনার জন্য যেসব শর্ত দিচ্ছে তা অবাস্তব। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলাকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইউক্রেন ইস্যুতে তার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
তবে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শলৎস বলেছেন, ল্যাভরভ আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং কয়েকটি বাক্য বলেছেন। এটিই ছিল আমাদের কথোপকথন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।