ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, চলমান সংঘাতে যুদ্ধবন্দিদের নির্যাতন করেছে রাশিয়া ও ইউক্রেন। নির্যাতনে কৌশল হিসেবে বৈদ্যুতিক ও বলপূর্বক নগ্নতা অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, জাতিসংঘের ইউক্রেনভিত্তিক নজরদারি টিম সংঘাতে লিপ্ত উভয়পক্ষের শতাধিক যুদ্ধবন্দির সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের অনুসন্ধান চালিয়েছে।
ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে মুক্তির পর। কারণ রাশিয়া তাদেরকে বন্দি শিবিরে প্রবেশের অনুমতি দেয়নি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।