বদলে যাচ্ছে নিষিদ্ধপল্লী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০৪, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বদলে যাচ্ছে নিষিদ্ধপল্লী

newsup
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২
বদলে যাচ্ছে নিষিদ্ধপল্লী

লন্ডন প্রতিনিধি: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের বিখ্যাত নিষিদ্ধপল্লী ‘দে ওয়ালেন’। ‘রেড লাইট ডিসট্রিক্ট’ নামেও এর পরিচিতি রয়েছে। দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় এক এলাকা দে ওয়ালেন।

যৌনবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়ে বছরের পর বছর ধরে দে ওয়ালেনে বাস করছেন সেখানকার নারীরা। এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে উত্তর পশ্চিম ইউরোপের ইতিহাস আর ঐতিহ্য।

কিন্তু দে ওয়ালেনের আয়ু হয়তো ফুরিয়ে এসেছে। এই নিষিদ্ধপল্লী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমস্টারডাম প্রশাসন। সেখানকার যৌনকর্মীদের জন্য আলাদা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে দে ওয়ালেনের নিষিদ্ধপল্লী তুলে দিয়ে সেখানে একটি বহুতল ভবন গড়ে তোলা হবে। যৌনবৃত্তি আবর্তিত হবে সেই বহুতল ভবনকে কেন্দ্র করেই। গত বছর এই সিদ্ধান্তে একমত হয়েছে দেশটির প্রশাসন।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, নতুন বহুতল ভবনে যৌনকর্মীদের জন্য মোট ১০০টি ঝাঁ চকচকে ঘর নির্দিষ্ট থাকবে। পেশা অনুযায়ী সেই ঘরেই খদ্দেরকে সেবা দেবেন তারা।

এছাড়াও ভবনে বিনোদনের নানা রসদ মজুত থাকবে। যারা নিষিদ্ধ এলাকার আমেজ উপভোগ করতে আসবেন, তাদের জন্য ওই বহুতল ভবনে থাকবে রেস্তোরাঁ, বার ও বিনোদন কেন্দ্র। এমনকি স্বাস্থ্য কেন্দ্রও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সেখানে।

বহুতল এই ভবনে যৌন উদ্দীপক কেন্দ্র (এরোটিক সেন্টার) গড়ে তোলার পরিকল্পনা আপাতত সবুজ সঙ্কেত পেয়েছে। তবে তা বাস্তবায়নে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা এমন বহুতল ভবনের ভাবনাকে সবুজ সঙ্কেত দিতে পারছেন না কিছুতেই। তাদের অনুমতি ছাড়া কাজ এগোচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।