যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনও ইচ্ছা চীনের নেই বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। সেখানেই নিজ দেশের এমন মনোভাবের কথা জানান শি জিনপিং। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কিংবা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা বদলে দেওয়ার কোনও আকাঙ্ক্ষা বেইজিংয়ের নেই।
চীন ও যুক্তরাষ্ট্রের সাফল্যকে পরস্পরের জন্য সুযোগ হিসেবেও আখ্যায়িত করেন শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুঁজিবাদকে গ্রহণ করার সময়টিতে চীন সমাজতন্ত্রকে বেছে নিয়েছে। উভয় পক্ষেরই এই মতপার্থক্যকে সম্মান করা উচিত। কারও পক্ষেই পরস্পরের বিদ্যমান ব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করা উচিত নয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।