BengaliEnglishFrenchSpanish
মঞ্চে ফিরছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব - BANGLANEWSUS.COM
  • ৯ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ


 

মঞ্চে ফিরছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

newsup
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২
মঞ্চে ফিরছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

ডেস্ক নিউজ: এই জীবনে ব্যথা যত এইখানে সব হবে গত কবিগুরুর এমন অমিয়বাণী সামনে রেখে ফের মঞ্চে ফিরছে ঐতিহ্যবাহী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আয়োজনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।
১৯৮৮ সাল থেকে রবীন্দ্রসংগীত ও নবীন শিল্পীদের বিকাশে কাজ করে আসছে সংস্থাটি। করোনার কারণে প্রায় তিন বছর পর ফের সরাসরি মঞ্চে ফিরছে এই উৎসব।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন হচ্ছে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। এমনটাই জানান রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ।
উৎসবকে সামনে রেখে চলছে সংস্থার সদস্যদের নিয়ে মহড়া কার্যক্রম। যার নেতৃত্বে আছেন সভাপতি তপন মাহমুদ, নির্বাহী সভাপতি আমিনা আহমেদ ও সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া।

এই সংবাদটি 1,226 বার পড়া হয়েছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।