কুলাউড়ায় হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবারষীকি পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:১১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কুলাউড়ায় হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবারষীকি পালিত

newsup
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২২
কুলাউড়ায় হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবারষীকি পালিত

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন হযরত ছাতাপীর রাহিমাহুল্লাহ স্মৃতি পরিষদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হযরত মাওঃ মনছব আলী ছাতাপীর রহঃ এর জীবনকর্ম শীর্ষক সেমিনার ও কৃষকদের মধ্যে ছাতা বিতরণ সফলভাবে সম্পন্ন।

গত ২২ নভেম্বর,২০২২ ইং,রোজ মঙ্গলবার কুলাউড়া পৌরসভা হলরুমে স্মৃতি পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্ত্বে এবং প্রচার সম্পাদক মুহাম্মাদ জাকির হোসেন হানাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওঃ রেদ্বওয়ান আহমাদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ জেলা আল ইসলাহ’র সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ মুফতি শামছুল ইসলাম, নয়াবাজার ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ লিয়াকত আলী খান সাহেব, কুলাউড়া পৌরসভার মেয়র অধক্ষ্য সিপার উদ্দিন আহমেদ, স্মৃতিপরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর ছরকুম, গণকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু আইয়ুব আনছারী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান স্বজল,মৌলভীবাজার জেলা আল ইসলাহের সমাজকল্যাণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, পৌর আল ইসলাহের সভাপতি খন্দকার কাজী ফখরুল ইসলাম, উপজেলা আল ইসলাহের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল,তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার সভাপতি ইসমাঈল হাসান শাকিল, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, স্মৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন শিবলু,সাধারণ সম্পাদক হেলাল আহমদ, কাতার দোহা আল ইসলাহ’র সহ সভাপতি এহসানুল মাহমুদ নাজিম, স্মৃতি পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওঃ সাইদুল ইসলাম, মাওঃ এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল ইসলাম সুলেমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান জাহেদ, কুলাউড়া এসোসিয়শন অফ আমেরিকার সম্পাদক জাবেদ আহমদ, পৌর আল ইসলাহ’র প্রচার সম্পাদক আব্দুল মুবিন জিহাদী।

উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের উপদেষ্টা হাজী আপ্তার আলী, প্রবীণ মুরুব্বি হায়াত আলী, সহ সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ সাব্বির আহমদ, অফিস সম্পাদক সাইফুর রহমান, তালামীযে ইসলামিয়া উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জামিল আহমদ,সহ প্রচার সম্পাদক শামছুল ইসলাম, কাদিপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান সাঈদ, ভুকশিমইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবির আহমদ, স্মৃতি পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, শেখ মছব্বির হোসেন, হাফিজ আব্দুর রহিম আহমদ, সোহেল সিদ্দিকি,আবির আহমদ,তারেক আহমদ,সেলিম আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।