আর্জেন্টিনা-পোল্যান্ড সমানে সমান!
৩০ নভে ২০২২, ১০:২০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে হলে বেশ কয়েকটি সমীকরণ মেলাতে হবে মেসির দলকে। তবে পোল্যান্ডকে হারিয়ে দিলে এমনিতেই উঠে যাবে নকআউট পর্বে। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। আজ (বুধবার) দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচেও একই আর্জেন্টিনাকে দেখার প্রত্যাশা সমর্থকদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষ পোল্যান্ডকে মোটেও ছোট করে দেখার সুযোগ নেই আলবিসেলেস্তেদের।
বিশ্বকাপে দুইবারের মুখোমুখি লড়াইয়ে একবার করে জিতেছে দুই দল। এ নিয়ে ফুটবল মহাযজ্ঞে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে পোল্যান্ড ও আর্জেন্টিনা। ১৯৭৪ সালে পোল্যান্ড জিতেছিল ৩-২ গোলে। এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে। সব মিলিয়ে দুই দল মোট ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ছয়বার, পোল্যান্ড জিতেছে তিনবার। বাকি দুটি ড্রতে নিষ্পত্তি হয়েছে। যদিও ২০২২ সালের জুনে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পোল্যান্ড।