ব্রাজিল ম্যাচের আগে নিষিদ্ধ হলেন ক্যামেরুন গোলরক্ষক
৩০ নভে ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বিতর্ক তৈরির জন্য ক্যামেরুনের নামটা সব সময় আলোচিত। দলটার কোচ রিগোবার্ট সং এবার তার ব্যতিক্রমী উদাহরণ রাখার ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত তা আর হলো কই? সার্বিয়া ম্যাচের কয়েক ঘণ্টা আগে দল থেকে বাদ দেওয়া হয়েছে গোলকিপার আন্দ্রে ওনানাকে!
ম্যাচের কয়েক ঘণ্টা আগে আকস্মিক এই ঘটনায় সবার মনেই প্রশ্ন দেখা দিয়েছিল। ক্যামেরুনের এক সূত্রের বরাত দিয়ে এএফপি অবশ্য পরে জানায়, গ্রুপ ‘জি’র ম্যাচে অনির্দিষ্ট শৃঙ্খলাবিরোধী কারণে ২৬ বছর বয়সী গোলকিপার বাদ পড়েছেন। অপরাধ গুরুতর হওয়ায় বেঞ্চেও তার জায়গা হয়নি।
দেশের হয়ে ৩৪ ম্যাচ খেলা অথচ ওনানা শুরুর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটা ঠিকই খেলেছেন। তার জায়গায় গতকাল গোলকিপিং করেছেন ডেভিস এপাসি।
ইএসপিএন জানিয়েছে, কোচের রক্ষণাত্মক কৌশল পছন্দ হচ্ছে না ওনানার। এই কারণেই কোচের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন।