জৈন্তাপুরে রারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সম্পন্ন
৩০ নভে ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জৈন্তাপুর উপজেলাধীন ৩ নং চারিকাটা ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) চারিকাটা সরুখেল বাজার পয়েন্টে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসির আহমদ’র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেল স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন হক বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সহ সভাপতি মাহবুব আলম,চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন সাধারণ সম্পাদক আবুল কাসেম মারুফ, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আহমদ, মহানগর শ্রমিক লীগ নেতা বদরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ইমরান আহমদ দুলাল, রাসেল হক প্রমূখ।
সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন প্রস্তাবে সভাপতি পদে দুই জনের নাম ও সাধারণ সম্পাদক পদে দুই জনের নাম প্রস্তাব আসে সম্পাদক পদে একজন আরেকজনকে সমর্থন দিলে মোঃ রাসেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন, সভাপতি পদে কেউ কাউকে ছাড়া না দেওয়ায় সভাপতি পদে কারা নাম ঘোষণা করেনি উপজেলা নেতৃবৃন্দ। এবিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বলেন সভাপতি পদে দুই জনপ্রার্থী কেউই কাউকে ছাড় দেননি, আমাদের ৬ টি ইউনিয়ন কমিটির সম্মেলন চলামান রয়েছে, সবগুলো সম্মেলন শেষে উপজেলা কমিটি বসে সভাপতি পদে সিদ্ধান্ত নেওয়া হবে।