ডেস্ক রিপোর্টঃ বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পরপর দুটি সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। ‘পরান’র পর এবার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ‘দামাল’।
শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। পরে ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘দামাল’ সিনেমার প্রিমিয়ার দেখনো হয়। দেশটিতে মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দামাল’। যুক্তরাষ্ট্রে বায়োস্কোপ ফিল্মস ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও,কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা,কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫ শহরে সিনেমাটি মুক্তি পেয়েছে ছবিটি।
খবরটির সত্যতা নিশ্চিত করেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, আগামী দুই সপ্তাহে প্রায় ৫৯টি হলে ছবিটি উপভোগ করতে পারবেন দেশটির প্রবাসী বাঙালিরা।
যুক্তরাষ্ট্রে মুক্তির বিষয়ে মিম বলেন, দেশটিতে ছবিটি মুক্তির পর উচ্ছ্বসিত হয়েছেন দর্শকরা। সেখানে ছবিটি দ্বিতীয়বারের মতো মুক্তি দিতে পেরে অন্যরকম ভালো লাগছে আমার। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে ছবিটির। আশা করছি, সিনেমাটি যুক্তরাষ্ট্রে নতুন আলোড়ন সৃষ্টি করবে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে। মিম ছাড়াও আরও অভিনয় করেছেন, লাক্স তারকা অথৈ, শরিফুল রাজ, শাহনাজ সুমী, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, পূজা, বৃষ্টিসহ অনেকেই।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।