ব্রাজিলের বিপক্ষে ‘অঘটন’ চান সনও

Daily Ajker Sylhet

newsup

০৫ ডিসে ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ


ব্রাজিলের বিপক্ষে ‘অঘটন’ চান সনও

স্পোটর্স ডেস্ক: কাতার বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। চোখের সমস্যার কারণে কাতারে আসা নিয়ে অনিশ্চয়তার খবরে দলে যেন বড় ধাক্কার উপক্রম। তবে অনিশ্চয়তার মেঘ সরিয়ে সন হিয়ং মিন ঠিকই দলের সঙ্গে এসেছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে দলের সাফল্যে ঠিকঠাক সুরের সংযোগ মিলিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেশটির এই মুহূর্তে সবচেয়ে বড় তারকার সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখানো দক্ষিণ কোরিয়া চাইছে নকআউটেও সেই ধারা অব্যাহত রাখতে।

আর সনও চাইছেন ব্রাজিলের বিপক্ষে দেশের জন্য ‘সারপ্রাইজ’ কিছু করে দেখাতে। তবে পথটা যে মোটেও সুগম হবে না তা একবাক্যে বলে দেওয়া যায়। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে যখন ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের দিকে যাচ্ছিলো তখনই যোগ করা সময়ে দলের আরেক তারকা হোয়াং হি চানের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়। এরই সঙ্গে দক্ষিণ কোরিয়ার নকআউটে খেলাটাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।