সেনেগালকে গুঁড়িয়ে শেষ আটে ইংল্যান্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৭, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সেনেগালকে গুঁড়িয়ে শেষ আটে ইংল্যান্ড

newsup
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২
সেনেগালকে গুঁড়িয়ে শেষ আটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আফ্রিকার দেশ সেনেগালকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে শেষ আটে উঠে গেলো ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। এদিন ইংল্যান্ডের হয়ে গেল তিনটি করেছেন হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা।

সেনেগালের বিপক্ষে ম্যাচের শুরুতেই দারুণ চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল সেনেগালই। ২৩ মিনিটে ইংলিশ ডি-বক্সের ভেতর থেকে ইসমাইল সারের শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

সেনেগালের বিপক্ষে চাপ সৃষ্টি করতে থাকে সাউথগেটের দল। ফলও মেলে হাতেনাতে । দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানের লিড এনে দেন লিভারপুলের অধিনায়ক হেন্ডারসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।