জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো ইউরোপিও ইউনিয়নের ৩ দেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৪৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো ইউরোপিও ইউনিয়নের ৩ দেশ

newsup
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো ইউরোপিও ইউনিয়নের ৩ দেশ

লন্ডন প্রতিনিধি: শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড। সোমবার এক যৌথ ঘোষণায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রীদের যৌথ ঘোষণায় বলা হয়েছে, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতে রুশ তেলের দাম ৬০ ডলারে বেঁধে দেওয়া হয়েছে।
যৌথ ঘোষণায় বলা হয়, আমরা তেল বিক্রি থেকে রাশিয়ার মুনাফা পুরোপুরি বন্ধ করতে আরও কাজ করে যাবো। মূল্যসীমা বেঁধে দেওয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ার একটি অংশ মাত্র। রাশিয়ার যুদ্ধে অর্থায়নের ক্ষমতা আটকে দিয়ে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।