ডেস্ক নিউজ: লজিস্টিকস প্রতিষ্ঠান ইকুরিয়ার নিয়ে এলো ‘ইকুরিয়ার ইন্সটা পে’। এই সেবার মাধ্যমে ব্যবসার ক্যাশ অন ডেলিভারির টাকা এবার মার্চেন্ট নিজের হাতে পেয়ে যাবেন পণ্য ডেলিভারির সঙ্গে সঙ্গে। ইকুরিয়ার ডেলিভারি এজেন্ট পার্সেল গ্রাহকের হাতে পৌঁছানো মাত্র এবং গ্রাহক ক্যাশ টাকা এজেন্টকে দেওয়ার সঙ্গে সঙ্গে মার্চেন্ট ডিজিটালি তাদের পেমেন্ট পেয়ে যাবেন।
ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বুধবার (৭ ডিসেম্বর)গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
বিপ্লব ঘোষ রাহুল বলেন, ইকুরিয়ারের প্রায় ২৫ হাজার মার্চেন্ট সাফল্যের সঙ্গে ব্যবসা করছে। ইকুরিয়ার সবসময় মার্চেন্টের সাফল্যের কথা চিন্তা করে কাজ করে এসেছে। ইকুরিয়ার ইন্সটা পে’র ফলে মার্চেন্টদের টাকার প্রবাহ থাকবে তাঁদের ইচ্ছা অনুযায়ী। পুঁজির সমস্যা আর কোনও সময় থাকবে না ইকুরিয়ার গ্রাহক এবং মার্চেন্টদের। নগদ টাকাকে ডিজিটাল কারেন্সিতে রূপান্তর করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবো আমরা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।