রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে: জার্মান চ্যান্সেলর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩০, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে: জার্মান চ্যান্সেলর

newsup
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে: জার্মান চ্যান্সেলর

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শুধু পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দেওয়ার পর এই মন্তব্য করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রেড লাইন উল্লেখ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া বন্ধ করেছে রাশিয়া। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেছেন, তার সাম্প্রতিক চীন সফর পারমাণবিক উত্তেজনার হুমকি বন্ধে অবদান রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।