নদী রক্স কনসার্ট এবার রাজধানীর বাইরে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নদী রক্স কনসার্ট এবার রাজধানীর বাইরে

newsup
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২২
নদী রক্স কনসার্ট এবার রাজধানীর বাইরে

ডেস্ক নিউজ: জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দেশের নদীগুলো রক্ষার মিউজিক্যাল আন্দোলন ‘নদী রক্স’। গানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নদীর গুরুত্ব, পরিচিতি পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে ইতোপূর্বে সাতটি মৌলিক গান প্রকাশ করা হয়েছে। এছাড়া একটি কনসার্টও অনুষ্ঠিত হয়েছে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে।

এবার রাজধানীর খানিকটা বাইরে হচ্ছে নদী রক্স কনসার্ট। সোমবার (১২ ডিসেম্বর) সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। এতে গাইবে ‘চিরকুট’, ‘অ্যাশেজ’, ‘বাংলা ফাইভ’, ‘এফ মাইনর’ ও ‘স্মুচেস’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকাল ৪টায় শুরু হবে কনসার্টটি। চলবে রাত ১০টা পর্যন্ত। এতে ব্যান্ডগুলো নদী নিয়ে গানের পাশাপাশি অন্যান্যও গানও পরিবেশন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।