কাতার সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫৩, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কাতার সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ

newsup
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
কাতার সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ

লন্ডন অফিস: কাতার সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ফরাসি টিমকে উৎসাহ দিতে এ সফরে যাচ্ছেন তিনি। রবিবার দেশটির ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা ব্ষিয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সংবাদমাধ্যম ফ্রান্সইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁর সফর নিয়ে কথা বলেন দেশটির ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা। তিনি বলেন, ‘বিস্তারিত সফরসূচি পরে জানানো হবে। তবে বুধবার ম্যাচের দিন তিনি (প্রেসিডেন্ট) কাতারে থাকবেন, এটা নিশ্চিত।’

উল্লেখ্য, বাংলাদেশ সময় গত শনিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেন চুয়ামেনি ও অলিভিয়ার জিরুদ। ইংল্যান্ডের হয়ে পেনাল্টিতে একটি গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেন হ্যারি কেইন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।