ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মেসিরা
২০ ডিসে ২০২২, ১২:৩৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ফ্রান্সের বিপক্ষে সর্বকালের সেরা ফাইনালে দুই গোল করে অধরা সোনালি ট্রফিটা ঘরে তুলেছেন মেসি। তাদের বিশ্বকাপ জয়ে যেখানে গোটা বিশ্বে আর্জেন্টাইন ভক্তদের মাঝে উৎসব শুরু হয়েছে, সেখানে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের অবস্থা অনুমেয়ই। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বহনকারী বিমান ইজাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
তখন বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখো মানুষ অপেক্ষায় ছিলেন বিশ্বকাপ জয়ী প্রিয় তারকাদের এক পলক দেখার আশায়। কেউ পতাকা নিয়ে, কেউ জার্সি পরে, কেউ বা স্লোগান দিয়ে ইউনিসন ও মুচাচোস গান গেয়ে অপেক্ষা করছিলেন মেসিদের জন্য। বিশ্বজয়ী মেসি আর ভামোস আর্জেন্টিনা স্লোগানে প্রকম্পিত হতে থাকে পুরো শহর। বিমান থেকে স্বর্ণালি ট্রফি হাতে লিওনেল মেসি যখন নামলেন, লাখো মানুষের দৃষ্টি তার দিকে। এমএলটেনের পেছন পেছন নেমে এলেন বিশ্বজয়ী ফুটবল দলের বাকি সদস্যরা।
স্থানীয় সময় রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে বের হন বিশ্বকাপজয়ী ফুটবলাররা। ছাদখোলা বাসে চেপে বুয়েন্স আয়ার্সের রাস্তায় ঘুরে অভ্যর্থনা গ্রহণ করেন মেসি, মার্টিনেজ, ডি মারিয়ারা। তাদের বাসের চারদিকে তখন জনসমুদ্র। তারা নেচে-গেয়ে অভিবাদন জানাতে থাকেন বিশ্বকাপ জয়ী বীরদের। মেসিরাও হাত নেড়ে জবাব দেন ভক্তদের ভালোবাসার।