স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি এখন বিশ্বকাপ জয়ী তারকা। ফ্রান্সকে হারিয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি জয়ের পর সুখবর দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কর্তৃপক্ষকেও। বিভিন্ন গণমাধ্যমের খবর, ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি বাড়াতে মৌখিকভাবে সমর্থন দিয়ে রেখেছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী।
মেসির সঙ্গে ক্লাবের চলমান চুক্তিটি ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু ফরাসি পত্রিকা লে প্যারিসিয়ান জানিয়েছে, বিশ্বকাপের সময় মেসি ও ক্লাব কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ আরও এক মৌসুমের জন্য বাড়াতে সম্মত হয়েছে। আর সেটা হলে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী তারকাকে পাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।
অবশ্য মেসিকে নিয়ে আগেই আশার কথা শুনিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। ৮ ডিসেম্বর বলেছিলেন, তিনি খুব আত্মবিশ্বাসী যে মেসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গেই থাকবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।